একেবারে চাষীর ঘর থেকে দুধের সর চালের খুদ নিয়ে হাজির তোমাদের জন্য।
খুদ বলতে সহজে বলতে পারেন, চালের ভেঙে গুঁড়ি গুঁড়ি হওয়া টুকরো। ধান থেকে চাল তৈরি হওয়ার সময় প্রচুর চাল ভেঙে যায়। সেগুলো প্রায় বাজেয়াপ্ত হয়ে থাকে গোটা চাল থেকে… গোটা চাল যারা কেনেন তারা চালের মধ্যে ভাঙা অংশ থাকলে নিতে চান না। সেগুলোই খুদ।
দুর্দান্ত স্বাদ এর। এখন প্রায় পাওয়াই যায় না, মেশিনে ধান ভাঙানোর কারণে। খুদ রান্না বলতে চচ্চড়ি মতো করে খাওয়া হয়। বিশেষ করে সকালের টিফিনে এর জায়গা থাকে গ্রামের দিকে। খুদের চালের সঙ্গে দু’টুকরো আলু সেদ্ধ করে নিয়ে, আলু মাখিয়ে ভাতে কাঁচা সর্ষের তেল, শুকনো ভাজা লঙ্কা, পেঁয়াজ মিশিয়ে খেতে দারুণ লাগে। এছাড়াও ডাল দিয়ে এই ভাত ডাইরেক্ট রান্না করা যায়… অসম্ভব সুস্বাদু স্বাদ হয় এই খুদ ভাতের… বিভিন্ন ভর্তার সঙ্গে এর মেলবন্ধন চমৎকার…
5 reviews for Khud (ভাঙা চাল/broken rice) 800gm