এই মাসের (জুন, ২০২৩) এখনো অবধি সারাদেশে মোটামুটি ২৭০/২৮০ টা পার্সেল গেছে আমার। অর্থাৎ ২৫ দিনে আমি ২৭০/২৮০ বীজের প্যাকেট আমি ছড়িয়ে দিতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্তে। ২৭০/২৮০ টা প্যাকেট মানে কয়েক হাজার বীজ (একটা করে প্যাকেট অসংখ্য বীজ থাকে)। এই কয়েক হাজার বীজ থেকে যদি কয়েক’শ-ও গাছ বেরোয়! তাহলে টুকরো-টুকরো হলেও কতটা সবুজ ছড়িয়ে থাকবে দেশ জুড়ে! ভাবতেই আমার আনন্দ হচ্ছে… অনেকেই বীজ ছড়িয়ে দিয়েছেন, অনেকের গাছও বেরিয়ে গেছে। অনেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন।
ফুল, ফল, সবজি এবং বেশ কিছু বৃক্ষ জাতীয় গাছের বীজ এইভাবে ছড়িয়ে দিতে পেরে আমি খুব আনন্দিত, সত্যি বলছি। এবং আমার এইটা থেকে অনেকেই এইরকমের প্রচেষ্টা শুরু করেছে, দেখি। ভালো লাগে। অন্ততঃ ভালো একটা কিছু মানুষ কপি করছে!❤️🌼
(বীজ পাঠানোর প্যাকেটটা কাগজের করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই সেটা পেরে উঠবো আশা করি…)
বি: দ্রঃ— কিছু সজনে এবং বাঁশের বীজ আছে। যদি কেউ নিতে চান জানাবেন। ওগুলো আমি পাঠাইনি কাউকে।
পার্সেলের মধ্যে থাকা বীজ ছড়িয়ে দিন।

Amake pathan.. Already order korechi.. Tar sathe pathan any beej
প্রতিটা পার্সেলের মধ্যে বীজ যাবে। আপনিও পাবেন অবশ্যই। আমরা পাঠাবো।